ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

যে যেমনটি নয়, তাকে তেমনটি ধরে নিলে নিরাশ হতে হয়: তাসনিম খলিল

প্রকাশিত: ২৩:৫৮, ১ মার্চ ২০২৫; আপডেট: ০০:৪৪, ২ মার্চ ২০২৫

যে যেমনটি নয়, তাকে তেমনটি ধরে নিলে নিরাশ হতে হয়: তাসনিম খলিল

ছবি: সংগৃহীত

প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ— মুসলিম ও অমুসলিম, আস্তিক ও নাস্তিক, বাঙালি ও আদিবাসী, নারী ও পুরুষ, বিষমকামী ও সমকামী, এমনকি পাবলিক ও প্রাইভেট খাতের ব্যক্তিরাও অংশগ্রহণ করেছিলেন। তবে এর অর্থ এই নয় যে আন্দোলন থেকে উদ্ভূত নতুন রাজনৈতিক দল সকল শ্রেণির মানুষকে একইভাবে অন্তর্ভুক্ত করবে।

তিনি মনে করেন, নতুন রাজনৈতিক দলটি মূলত বাংলাদেশের মুসলমানদের প্রতিনিধিত্বকারী একটি সেন্টার-রাইট আদর্শের দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

এটিকে তাদের নীতিগত সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করে তিনি বলেন, "এতে কোনো দোষের কিছু নেই। যে যেমনটি নয়, তাকে তেমনটি ধরে নিলে নিরাশ হতে হয়।"

এম.কে.

×