ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

আমাদের চরিত্র ভালো না, রমজান এলেই দাম বাড়ে

প্রকাশিত: ২৩:১৩, ১ মার্চ ২০২৫; আপডেট: ২৩:১৫, ১ মার্চ ২০২৫

আমাদের চরিত্র ভালো না, রমজান এলেই দাম বাড়ে

ছবি: সংগৃহীত

রমজান শুরুর আগ মুহূর্তে বাজারে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের। মাছ-মাংস, লেবু, শসা ও বেগুনের দামও বাড়তি। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর, ছোলা, চিড়া, মুড়ি ও গুড়ের দাম এখনও স্থিতিশীল। আজ শনিবার (১ মার্চ) ঢাকার বিভিন্ন এলাকার নিত্যপণ্যের বাজার ঘুরে ক্রেতাদের মধ্যে দাম নিয়ে অসন্তোষ লক্ষ করা গেছে।

নিত্যপণ্যের দাম নিয়ে জিজ্ঞেস করলে একজন ক্রেতা জানান, “এটা নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না, খালেদা পারবে না, হাসিনা পারবে না, এরশাদও পারবে না, যদি আমাদের চরিত্র ভালো না হয়। আমাদের চরিত্র খারাপ। মন্ত্রী মহোদয়রা বলবেন, কোথায় দাম বাড়ছে, দাম তো এখন বাড়ে নাই, দাম তো আগেই বাড়াইতে হইছে। এজন্য আমাদের ঈমান ঠিক থাকতে হবে, ঈমান ঠিক থাকলে সব ঠিক।”

অন্য এক ক্রেতা জানান, “আজকে লেবুর দামটা একটু বেশি মনে হচ্ছে। আর সয়াবিন তেল পেলাম না। মার্কেটে সয়াবিন তেল নাই। সয়াবিন তেল নিতে গেলে বলতেছে আরও চাল, নাইলে ডাল নিতে হবে।”

গরম মৌসুমে লেবুর দাম কম থাকে বলে জানান একজন বিক্রেতা। তিনি বলেন, “লেবু বিক্রি করতেছি ৫০, ৬০, ৭০ টাকা হালি দামে। এতো দাম, আমরাই এক বস্তা আনি, এক বস্তা বেচি। ১ হাজার ৪০০/৫০০ টাকা বস্তা, আগে আনতাম ৫০০/৬০০ টাকা দিয়া।”

লেবুর এমন বাড়তি দাম নিয়ে আকা ক্রেতা জানান, “এগুলো সব হইলো সিন্ডিকেট। বাংলাদেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এই রমজান মাসটা আইলেই সবকিছুর দাম বাড়ায়া দেয়।”

 

 

সূত্র : https://tinyurl.com/mvz3bn52

রাকিব

×