ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

মুরগির ডিমের সিন্ডিকেটে ৯৬০ কোটি টাকা গায়েব

প্রকাশিত: ২২:৩৮, ১ মার্চ ২০২৫; আপডেট: ২২:৩৯, ১ মার্চ ২০২৫

মুরগির ডিমের সিন্ডিকেটে ৯৬০ কোটি টাকা গায়েব

ছ‌বি: সংগৃহীত

দেশের বাজারে ফিড, মুরগির ডিম ও মুরগির বাচ্চকে ঘিরে বাজারে গড়ে উঠা অসাধু চক্র গত ছয় মাসে ৯৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটির দাবি পোল্ট্রি খাতে সরকারের সুনজর না থাকায় এই অরাজকতা তৈরি হয়েছে। তবে সরকার চাইলে এই ফিড, মুরগির বাচ্চার সিন্ডিকেট ভাঙা সম্ভব।

শনিবার বেলা ১১:৩০ মিনিটে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিএ সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গেল বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মুরগির বাচ্চার দাম ছিল ৩০-৩৫ টাকা। কিন্তু এরপর সরকারি পর্যায়ে ডিম ও মুরগির দাম নির্ধারণ করতে ১৬ সেপ্টেম্বর থেকে বড় গ্রুপগুলো কৃত্রিম সংকট তৈরি করে মুরগির বাচ্চার উৎপাদন কমিয়ে দেয়।

আবীর

×