ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বাজার ব্যবস্থাপনায় সরকারের কঠোরতা, কমছে কৃত্রিম সংকট

উপ–প্রেস সচিব বলেন, কৃত্রিম সঙ্কট রোধে সরকারের উদ্যোগের সুফল মিলছে।

প্রকাশিত: ২১:৪০, ১ মার্চ ২০২৫

বাজার ব্যবস্থাপনায় সরকারের কঠোরতা, কমছে কৃত্রিম সংকট

ছবি : সংগৃহীত

সম্প্রতি ৭১ টিভি আয়োজিত টকশোতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরি, ব্যবসায়ীদের অতি-মুনাফাভোগী চিন্তাসহ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান সর্ম্পকে জানতে চাওয়া হয়।

প্রশ্ন ছিল, আপনি সরকারে আছেন বা সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সামনে রমজান, এখন দ্রব্যমূল্য কোন পর্যায়ে আছে, মানুষের সহনীয়-অসহনীয় নানান বক্তব্যই গণমাধ্যমে আসে, কতটুকু কি করতে পেরেছে অন্তর্বর্তী সরকার?

জবাবে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে, রমজানের আগে আজকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা প্রেস কনফারেন্সের দ্রব্যমূল্যের বিষয়টা নিয়ে কথা বলেছি। এবং এই মুহূর্তে কোন পণ্যের কি দাম আমাদের তথ্য অনুসারে, প্রাপ্ত তথ্য অনুসারে আমরা একাধিক সোর্স থেকে তথ্যগুলো জোগাড় করেছি। জোগাড় করে কোন পণ্যের কি দাম, সেটা গত মাসে কি দাম ছিল বা গত বছর রমজানে কি দাম ছিল, আমরা পুরো ডিটেইলস কিন্তু গণমাধ্যমের সাথে শেয়ার করেছি।

আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতায় বিশ্বাস করে এবং এই স্বচ্ছ প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা মনে করি যে, দ্রব্যমূল্য নিয়ে সরকারের কোন ধরনের লুকোচুপি নাই। যেটা বাস্তবতা সেটা সবাইকে জানানো উচিত, আমরা সেটা সবাইকে জানিয়েছি।”

তিনি আরো বলেন, “আমাদের এই যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণে দেখা গেছে যে, প্রথমত দ্রব্যমূল্যকে সহনীয় করে রাখার জন্য। বিশেষ করে এই রমজানে যাতে দ্রব্যমূল্য কোনভাবেই সুবিধাভোগী বা সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা রমজান উপলক্ষে চাহিদার যেহেতু তারতম্য হয় বা বাড়ে, এটা সুযোগ নিয়ে যাতে দ্রব্যমূল্য বাড়াতে না পারে বা কৃত্রিমভাবে কোন সংকট সৃষ্টি না করতে পারে, সেটার জন্য আমরা সেই অক্টোবর থেকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে।

এবং কি সেই কাজের কিছুটা ফলাফলও এসেছে বলে আমরা বিশ্বাস করি। এই মুহূর্তে একেবারে নিত্য প্রয়োজনীয় যে দামগুলো আছে, সেগুলো যদি আপনি দেখেন যে, চালের দাম কিছুটা বাড়তি আছে, তবে সেটা আপনার গত বছরের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, কিন্তু গত মাসের সাথে যদি আপনি আবার কম্পেয়ার করেন, তাহলে সেটা কমতি দিকে আছে, খুব সামান্যই কমেছে কিন্তু কমছে।”

মো. মহিউদ্দিন

×