ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

গত রোজার তুলনায় এবার কিছু নিত্যপণ্যের দাম কম: প্রেস সচিব

প্রকাশিত: ২১:৩৭, ১ মার্চ ২০২৫; আপডেট: ২২:০৮, ১ মার্চ ২০২৫

গত রোজার তুলনায় এবার কিছু নিত্যপণ্যের দাম কম: প্রেস সচিব

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও দাম সহনীয় রাখার বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গত রোজার মাসের তুলনায় এবার বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে।


শফিকুল আলম বলেন, "গত রোজার তুলনায় এই রোজায় বেশিরভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে। এটাই আমাদের লক্ষ্য-পুরো রমজান জুড়ে এই দামগুলোকে সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। সরকার পুরো রমজান জুড়ে এই বিষয়ের ওপর নজর রাখবে, যাতে জনগণ স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারে।"


প্রেস সচিব আরও জানান, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কঠোরভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি জানিয়ে দেন যে, আগামী নির্বাচনের জন্য সরকার রোডম্যাপ তৈরি করেছে এবং নির্বাচন এ বছরের ডিসেম্বর অথবা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হলে ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে।


প্রেস সচিব বলেন, "নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে। বিএনপি যেটা চাচ্ছে, হয়তো ঠিক একটা নির্দিষ্ট তারিখ চাইছে, কিন্তু আমরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছি যে, নির্বাচন এই বছরের ডিসেম্বরে হবে। তবে যদি রাজনৈতিক দলগুলো আরও কিছু সংস্কার চান এবং সেগুলো সমাধান হলে, নির্বাচনের তারিখ আগামী বছরের মার্চে হতে পারে।"


শফিকুল আলম তার বক্তব্যে আরও বলেন, “সব রাজনৈতিক দল যদি ঐক্যমত হয়, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যদি আরও কিছু সংস্কার প্রয়োজন হয়, সেক্ষেত্রে নির্বাচন দেরি হতে পারে।"

 

সূত্র:https://tinyurl.com/2b866mt2

আফরোজা

×