ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রমজানে কেমন থাকছে মাছ-মাংস ও সবজির বাজার?

প্রকাশিত: ২১:১৬, ১ মার্চ ২০২৫

রমজানে কেমন থাকছে মাছ-মাংস ও সবজির বাজার?

রমজান মাসের শুরুতেই দেশের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, যা সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলেছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু করে সিলেটসহ বিভিন্ন শহরের বাজারে, মাছ, মাংস, সবজি এবং সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে, এবং তার সাথে দামও আকাশ ছুঁয়েছে। এদিকে, রোজা শুরুর আগেই বাজারে এমন পরিস্থিতি সৃষ্টির ফলে কৃষক ও ভোক্তা সাধারণ উভয়ই সমস্যায় পড়েছে।

মাংসের বাজার আরও অস্থির হয়েছে। গত সপ্তাহে যেখানে খাসির মাংস বিক্রি হচ্ছিল ১২৫০ টাকায়, বর্তমানে তা ১৩০০ টাকা প্রতি কেজি। গরুর মাংসের দামও বেড়েছে, বর্তমানে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। মাংস বিক্রেতারা এই দাম বৃদ্ধির জন্য অজুহাত হিসেবে বলেছেন, গরু কেনার জন্য তাদেরও অতিরিক্ত খরচ হচ্ছে। এভাবে ক্রমাগত দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষ আগের মতো বাজার করতে পারছেন না।

এছাড়া, সয়াবিন তেল-এর চরম সংকট দেখা গেছে। বিশেষ করে বোটলজাত সয়াবিন তেল বাজার থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। সয়াবিন তেলের মূল্যও একদিকে বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে পণ্যটির অভাব রয়েছে, যা ক্রেতাদের জন্য চরম অস্বস্তি সৃষ্টি করেছে। রমজানের পণ্যগুলো কিনতে এসে মানুষ এই অবস্থায় পড়েছে, তবে তারা বলছেন, সরকারি উদ্যোগের অভাব এবং বাজার সিন্ডিকেটের হাত থেকে মুক্তি না পেলে সমস্যা আরও গভীর হবে।

সবজি ও ফলমূলের দাম গত এক সপ্তাহে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে লেবু এবং শসার দাম। এক হালি লেবু ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়। এ ছাড়া, অন্য নিত্যপণ্যের দামেও বৃদ্ধি দেখা গেছে, যার ফলে রোজার পবিত্রতা বজায় রাখতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয়ে মানুষ দুশ্চিন্তা অনুভব করছেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাজারে সঠিক তদারকি নিশ্চিত করতে আরও পদক্ষেপ নেয়া হবে, তবে এ পর্যন্ত সঠিক উদ্যোগের অভাবেই বাজারে অস্থিরতা কমছে না। ক্রেতাদের মতে, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে দাম বাড়ানো এবং পণ্য সংকট পরিস্থিতি সৃষ্টির ফলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এছাড়া, পণ্যের সরবরাহ ব্যবস্থা উন্নত করার জন্য সরকারি উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা উচিত, যাতে রমজানে সাধারণ মানুষের মধ্যে কোনো অস্থিরতা সৃষ্টি না হয়।

সূত্র:https://tinyurl.com/mrx8mj7a

আফরোজা

×