ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

লোকচক্ষুর আড়ালে হযরত শাহজালাল (রহ.)এর তৈরী এক-ইটের অলৌকিক মসজিদ

প্রকাশিত: ২০:৫৩, ১ মার্চ ২০২৫

লোকচক্ষুর আড়ালে হযরত শাহজালাল (রহ.)এর তৈরী এক-ইটের অলৌকিক মসজিদ

৩৬০ আউলিয়ার ভূমি সিলেটকে আধ্যাত্মিক নগরী হিসেবে পরিচিতি পাওয়া এই অঞ্চলে রয়েছে আউলিয়াদের অসংখ্য স্মৃতিবিজড়িত স্থাপনা এবং ঐতিহাসিক নানা নিদর্শন। 
আজও, সিলেটের ঐতিহ্য ও ইতিহাসের অনেক স্থাপনা লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। এর মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করেছে হযরত শাহজালাল (রহ.)-এর তৈরী এক-ইটের মসজিদ, যা ৭০০ বছর ধরে দাঁড়িয়ে আছে সিলেটের নায়র পুল পয়েন্ট এর কাছে।

এই ঐতিহাসিক মসজিদটি হযরত শাহজালাল (রহ.)-এর নির্দেশে নির্মাণ করা হয়েছিল সিলেট বিজয়ের পর ইবাদত বন্দেগী-এর জন্য। ৭০০ বছরের পুরনো এই মসজিদটি আজও একই ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সিলেটবাসীর কাছে এটি অনেকটাই অজানা। মসজিদটির সম্পর্কে সিলেটবাসীর তেমন কোন ধারণা নেই, মূলত প্রচারের অভাবেই এটি এখনো বেশিরভাগ লোকের অজানা।

বর্তমানে, সিলেট নগরের এই ঐতিহাসিক মসজিদটি লোকচক্ষুর আড়ালে। পাশের একটি দোকানের লোকজন মসজিদটির দেখাশোনা করেন। মসজিদে আসা কেউ চাইলে নামাজ পড়তে পারেন, তবে এখানে ছাদ নেই এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত আযানও হয় না। মসজিদে কোনো দায়িত্বশীল লোকের উপস্থিতি না থাকার কারণে তা সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে না।

এই ঐতিহাসিক মসজিদটি যদি সরকারের নজর ও সহযোগিতা পেতো, তবে এটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করা সম্ভব হত। ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মসজিদের ঐতিহ্য রক্ষা করা হলে, এখানে জমায়েত বাড়বে এবং দর্শনার্থীরা ইসলামী ঐতিহ্য সম্পর্কে আরও জানার সুযোগ পাবে।

এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং সিলেটের সংস্কৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিক ঐতিহ্যের একটি অমূল্য নিদর্শন হিসেবে সকলের কাছে তুলে ধরা উচিত।

সূত্র:https://tinyurl.com/vzm4r38v

আফরোজ

×