ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

’যদি’,‘কিন্তু’, ব্যতিত আমরা ভুল সংশোধন করে নিবো- কেন বললেন সারজিস

প্রকাশিত: ২০:৩০, ১ মার্চ ২০২৫; আপডেট: ২০:৩১, ১ মার্চ ২০২৫

’যদি’,‘কিন্তু’, ব্যতিত আমরা ভুল সংশোধন করে নিবো- কেন বললেন সারজিস

ছবি:সংগৃহীত

সদ্য অভিষেক হওয়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, রাজনীতির আগেও আমার পরিচয়- আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। 

আজ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে আরো লিখেন, যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং কোনো প্রকার 'যদি',‘কিন্তু’, 'অথবা' ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো। এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিলো, আছে, থাকবে ইনশাআল্লাহ।

এই তরুণের হঠাৎ একই রকম স্ট্যাটাসে অনেকের মনেই প্রশ্ন জেগেছে ঘটনার পেছনের কারণ কী? যদিও সারজিস তার এই পোস্টের পেছনে কোনো কারণ উল্লেখ করেননি।

তবে, সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের সমকামী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থাকা নিয়ে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু করেছেন। সেই প্রেক্ষাপটেই হাসনাত-সারজিস এমন পোস্ট দিলেন বলে ধারণা করছেন অনেকে।

মুহাম্মদ ওমর ফারুক

×