ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

গাজীপুরে দুই হত্যা, গহীন গজারি বন থেকে এবং বট গাছে ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর 

প্রকাশিত: ১৯:৩৮, ১ মার্চ ২০২৫

গাজীপুরে দুই হত্যা, গহীন গজারি বন থেকে এবং বট গাছে ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

গাজীপুরে পৃথক দুটি ঘটনায় গহীন গজারি বন থেকে নিহত এক অটোরিকশা চালকের লাশ এবং বট গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অপর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১ মার্চ) মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহত দুজনের মধ্যে অটোচালক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। ইয়াসিন রানা (২৮) নামে ওই ব্যক্তি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের ওসমান গণির ছেলে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী (শিরিরচালা) এলাকায় স্ত্রী ও এক শিশু সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন ইয়াসিন রানা। তিনি শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বের হন। রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

ওসি আবদুল হালিম আরও বলেন, “গতকাল শনিবার সকালে স্থানীয়রা উপজেলার শ্রীপুর ফরেস্ট রেঞ্জের সিংড়াতলী বন বিটের (রেনু ভিটা) গহীন গজারি বনে পাতা কুড়াতে গিয়ে তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ইয়াসিন রানাকে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। কিন্তু রিকশার ব্যাটারিতে চার্জ না থাকায় সেটি ফেলে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলের প্রায় ৩ কিলোমিটার দূর থেকে তার ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

অপর দিকে নিহত অপর ব্যক্তির প্রসঙ্গে জিএমপির কোনাবাড়ী থানার এসআই অজয় চন্দ্র রায় বলেন, “শনিবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন পশ্চিম খোলাপড়া এলাকায় বট গাছের ডালের সাথে অজ্ঞাত এক যুবকের (৩২) লাশ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়না তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

উভয় ঘটনায় নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাকিব

×