ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

সীমান্ত সুরক্ষায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ১৯:০০, ১ মার্চ ২০২৫

সীমান্ত সুরক্ষায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশ

সীমান্ত সুরক্ষায় নতুন কৌশল গ্রহণ করেছে বাংলাদেশ। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিজিবি মহাপরিচালক জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের বর্তমান পরিস্থিতি নিরাপদ, তবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের নেওয়া নতুন পদক্ষেপগুলোর প্রয়োজনীয়তা রয়েছে।

বিজিবি প্রধান জানিয়েছেন, ভারতের অনুপ্রবেশকারী নাগরিকদের হত্যা বন্ধ না হলে ভবিষ্যতে তাদের আইনানুগভাবে ফেরত পাঠানো কঠিন হয়ে পড়বে। কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান।

এসময় তিনি আরো বলেন, “মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত সীমান্ত এলাকাটি অগ্নিগর্ভ হয়ে উঠেছে।” রাখাইনের দখল নিয়ে আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘাতে বিপর্যস্ত হয়েছে সীমান্তের নিরাপত্তা ও অর্থনীতি। এসব পরিস্থিতি মোকাবিলায় নতুনভাবে যাত্রা শুরু করেছে বিজিবির ৬৪তম উখিয়া ব্যাটালিয়ন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি বর্তমানে নিরাপদ রয়েছে, তবে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশ।”

সীমান্ত হত্যার বিষয়ে বিজিবি প্রধান আরও জানান, “এ ধরনের ঘটনার পরেও সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী হত্যার ঘটনা থামছে না। আমরা বারবার সতর্ক করেছি, কিন্তু বাস্তবতা ভিন্ন।” তিনি বলেন, “এটি কোনভাবেই মেনে নেওয়া যায় না এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধ করতে কঠোর পদক্ষেপ নেয়া হবে।”

উপদেষ্টা জানান, “সীমান্ত নিরাপদ রাখার জন্য প্রশাসন, বিএসএফ এবং মানবাধিকার সংগঠনের সঙ্গে আরও সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও বলেন, “অবৈধ অনুপ্রবেশের ঘটনাগুলো বন্ধ করতে হবে, এবং সীমান্তে হত্যার ঘটনা পুনরাবৃত্তি হওয়া কোনোভাবেই কাম্য নয়।”

এই নতুন পদক্ষেপগুলোর মাধ্যমে বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে দৃঢ়প্রতিজ্ঞ, যাতে ভবিষ্যতে যেকোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলা করা যায়।

সূত্র:https://tinyurl.com/4ewzm7fd

আফরোজা

×