ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি কৃষকের

প্রকাশিত: ১৮:৩৫, ১ মার্চ ২০২৫

বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি কৃষকের

ছ‌বি: সংগৃহীত

ছুটে যাওয়া গরুর সন্ধান করতে গিয়েই বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন কসবার কৃষক আলামিন। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন আলামিনের প্রতিবেশীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন মরদেহ ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের উপজেলা কসবার কৃষক আলামিন, শুক্রবার সন্ধ্যায় বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন কাঁটাতারের ওপারে। পরিবারের লোকজন ও এলাকাবাসী বলছেন বাড়ি থেকে ছুটে যাওয়া গরু আটকাতে গিয়ে সীমান্ত পার হয়ে যান। পরে বিএসএফ এর গুলিতে মারা যান।

মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছে আলামিনের। স্ত্রী তারিন আক্তার স্বামীর এমন মৃত্যুতে বাকহীন।

"এখন আমার স্বামীর লাশ দেখতে চাই আমরা, বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই দাবি আমার স্বামীর হত্যার বিচার চাই।"

বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান মরদেহ ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। আলামিন চার ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয়। তার মরদেহ দ্রুত ফিরিয়ে এনে সমাহিত করা হবে এমনটাই দাবি করেছেন এলাকাবাসী।

আবীর

×