ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ন্যায়বিচার না থাকলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউই নিরাপদ নয়: তারেক রহমান

প্রকাশিত: ১৮:২৪, ১ মার্চ ২০২৫; আপডেট: ১৮:২৫, ১ মার্চ ২০২৫

ন্যায়বিচার না থাকলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউই নিরাপদ নয়: তারেক রহমান

ছবি: সংগৃহীত

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরাপদ ও সমানাধিকারের বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ।শুক্রবার চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, "আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই ভোট ও নির্বাচন চাইব, এটাই স্বাভাবিক।" তিনি আরও বলেন, "বাংলাদেশে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা বিএনপির মূল নীতি।"

দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "ন্যায়বিচার নিশ্চিত না হলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউই নিরাপদ নয়। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।"

শ্রীকৃষ্ণের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, "সাড়ে পাঁচ হাজার বছর আগে মথুরায় জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ অত্যাচারী শাসক কংসের অবসান ঘটান। ঠিক তেমনই, এক দশকের বেশি সময় ধরে দেশে স্বৈরাচারী শাসন চলেছে, যা গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত হয়েছে।" তবে তিনি সতর্ক করে বলেন, "স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র নিরাপদ নয়।"

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, "গত ১৭ বছর আপনাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। যদি এই সত্য উপলব্ধি করে থাকেন, তবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলব্ধি হবে।"

আসিফ

×