ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

সীমান্তে প্রতিবাদ অব্যাহত রেখেছে বিজিবি

প্রকাশিত: ১৮:২১, ১ মার্চ ২০২৫

সীমান্তে প্রতিবাদ অব্যাহত রেখেছে বিজিবি

ছ‌বি: সংগৃহীত

মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক পাচার এবং সন্ত্রাসী প্রতিরোধে কাজ করছে সরকার। সীমান্তে হত্যা বন্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় উখিয়ায় ৬৪ বিজিবির নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা হলো, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার বিজিবির নতুন উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় যোগ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন করেন। একই সাথে সদর দপ্তর গার্ড, পুলিশ ব্যাটালিয়ন নাইন ইউনিট এবং ট্রেনিং সেন্টারও উদ্বোধন করেন তিনি।

এসময় বিজিবির মহাপরিচালক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ এর হত্যাকাণ্ড নিয়ে কড়া জবাব ও প্রতিবাদ অব্যাহত রেখেছে।

এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে এক সাংবাদিকের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ পেয়ে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন।

তিনি আরো বলেন নানা অপরাধী, অভিযুক্ত সন্ত্রাসীরা দলীয় বিবেচনায় রেহাই পাচ্ছে। তিনি এটা বন্ধ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা তথ্য প্রচারের সময় সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আবীর

×