ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বাজারদর এখন কিছুটা সহনীয়: প্রেস সচিব

প্রকাশিত: ১৮:০৫, ১ মার্চ ২০২৫

বাজারদর এখন কিছুটা সহনীয়: প্রেস সচিব

ছ‌বি: সংগৃহীত

বাজারদর কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এটার জন্য ইন্টেন্সিভলি কাজ করছে কমার্স মিনিস্ট্রি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সেন্ট্রাল ব্যাংক এবং ট্যারিফ কমিশন। প্রেস সচিব বলেন, "সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে এবং আমাদের পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরো সহনীয় পর্যায়ে আনা যায়। সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরো যাতে সরবরাহ বাড়ানো যায়, বিশেষ করে এডিবল ওয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল ওয়েল বিদেশের থেকে আসছে রিফাইনিং এর জন্য এবং সেটা আমরা আশা করছি যে সাপ্লাই পরিস্থিতি সামনে আরো ভালো হবে। সেক্ষেত্রে আশা করা যায় যে দাম সহনীয় পর্যায়ে থাকবে।"

তিনি আরও বলেন, "আমরা আপনাদেরকেও খুব শীঘ্রই এই যে দামের যে লিস্ট এবং গত বছর কি ছিল, গত রমজানে কি ছিল সেটার একটা কম্পারেটিভ পিকচার আপনাদেরকে দিব, আপনারা দেখবেন।"

আবীর

×