ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

‘ফারুকী হটাও সংস্কৃতি বাঁচাও’ কেন বললেন মহিউদ্দিন রনি

প্রকাশিত: ১৭:১৮, ১ মার্চ ২০২৫

‘ফারুকী হটাও সংস্কৃতি বাঁচাও’ কেন বললেন মহিউদ্দিন রনি

ছবি: সংগৃহীত

মহিউদ্দিন রনি ফেসবুকে এক পোস্টে লিখিছেন ‘ফারুকী হটাও সংস্কৃতি বাঁচাও’। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রনি তার ফেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটি শেয়ার করেছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে ড. সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ প্রসঙ্গে রনি এই পোস্টটি শেয়ার করেছেন।

পোস্টের কমেন্ট বক্সে (মন্তব্য লেখার জায়গা) ‘ফারুকী হটাও সংস্কৃতি বাঁচাও’ এমন বক্তব্যের প্রাসঙ্গিকতা তুলে ধরে রনি একটি মন্তব্যও লিখেছেন।

সেখানে রনি জানান, “কয়েকদিন আগে মোস্তফা সারোয়ার ফারুকীর অযোগ্যতার প্রশ্ন তুলে পদত্যাগ কেন চেয়েছিলাম এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হিসেব মিলিয়ে নিন।”

ড. সৈয়দ জামিল আহমেদ রনির সরাসরি শিক্ষক জানিয়ে রনি আরও লেখেন, “ড. সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। কারণ জানান, সাংস্কৃতিক উপদেষ্টার অসহযোগিতা এবং শিল্পকলার কর্মকর্তা কর্মচারীদের অসহযোগিতা এবং সীমাহীন দুর্নীতির সিন্ডিকেটের কারণে তিনি কাজ করতে পারছিলেন না। তাই তিনি পদত্যাগ করছেন।”

রাকিব

×