ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

কেন ‘দিল্লি এবং পিন্ডি কোনওটাই আমরা মানতে চাই না’ বললেন উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত: ১৬:৫২, ১ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৫২, ১ মার্চ ২০২৫

কেন ‘দিল্লি এবং পিন্ডি কোনওটাই আমরা মানতে চাই না’ বললেন উপদেষ্টা মাহফুজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মাহফুজের সাথে কথা বলেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব। সেই প্রশ্নোত্তর পর্ব ‘ভারত-পাকিস্তান উভয়ের অধীনতাই অস্বীকার করে নতুন বাংলাদেশ : মাহফুজ আলম’ শিরোনামে প্রকাশিত হয়েছে ‘ইনস্ক্রিপ্ট’ নামের একটি সংবাদ মাধ্যমে।

আজ শনিবার (১ মার্চ) ভোর ৬টার দিকে মাহফুজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনস্ক্রিপ্টের ওই প্রতিবেদনটি পোস্ট করেন এবং পরে পোস্টটি তার ফেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন।

ইন্সক্রিপ্টের সেই প্রতিবেদনটিতে দেখা যায়, সাংবাদিক অর্ক দেব মাহফুজকে প্রশ্ন করেন, “বাংলাদেশ কি পাকিস্তানপন্থী হয়ে উঠছে?”

উত্তরে মাহফুজ বলেন, “ভারতের আনুগত্য অস্বীকার করলে এই ধরনের ন্যারেটিভ তৈরি হয়। শেখ মুজিবুর রহমান এসে কেন ভারতীয় সেনাবাহিনীকে বললেন যে আপনারা চলে যান? মুক্তিযুদ্ধ ভারতের সঙ্গে আমাদের জুড়ে দিয়েছে। কিন্তু রাষ্ট্রের কাছে তার আনুগত্য ছিল না।”

সাংবাদিক আর্ক মাহফুজের এমন উত্তরের প্রেক্ষিতে তাকে জানান, “শিরোনাম হবে কিন্তু ভারত-পাকিস্তান উভয়ের অধীনতাই অস্বীকার করে নতুন বাংলাদেশ।”

তখন উপদেষ্টা মাজফুজ বলেন, “ইয়েস। এটা গুরুত্বপূর্ণ। দিল্লি এবং পিন্ডি কোনওটাই আমরা মানতে চাই না। আমরা ঢাকাকে সেন্টার করতে চাই। ঢাকা উইল বি দ্য সেন্টার। ঢাকা উইল বি দ্য সেন্টার অফ সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্স। পূর্ববঙ্গে অনেকগুলো ধর্ম গঠিত হয়েছে। নাথ, বৈষ্ণব থেকে শুরু করে অনেকগুলো ধর্ম, অনেকগুলো তরিকা।”

 

সূত্র: https://shorturl.at/AK8aU

রাকিব

×