ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

আজ পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ বায়ু দূষণের শহর ঢাকা

প্রকাশিত: ১৬:০৪, ১ মার্চ ২০২৫

আজ পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ বায়ু দূষণের শহর ঢাকা

ছবি:সংগৃহীত

আজ বিশ্বের ১৩৪টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে বেইজিংয়ের স্কোর বর্তমানে ২৪৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত হয়েছে। এর পরে ২২৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।

তৃতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ, যেখানে বায়ুর স্কোর ১৯৪। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, যার বায়ুর স্কোর ১৮২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এর পরেই রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে বাতাসের স্কোর ১৬৯।

এই তথ্যগুলি শনিবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা হয়েছে।

মুহাম্মদ ওমর ফারুক

×