ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বিচারে যত সময় লাগবে মানুষের ক্ষোভ ততই পুঞ্জীভূত হবে: মাহফুজ আলম

প্রকাশিত: ১২:৪৬, ১ মার্চ ২০২৫

বিচারে যত সময় লাগবে মানুষের ক্ষোভ ততই পুঞ্জীভূত হবে: মাহফুজ আলম

ছবি: সংগৃহীত।

ঢাকায় বসে বাংলাদেশ সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে ভারতীয় সাংবাদিক অর্ক দেবের এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যেখানে বিশেষভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা হয়।

সাক্ষাৎকারে অর্ক দেব উপদেষ্টা মাহফুজ আলমকে প্রশ্ন করেন, "তার মানে বিচারে যত সময় লাগবে ততই ক্ষোভ পুঞ্জীভূত হবে?"

উপদেষ্টা মাহফুজ আলম তার উত্তর প্রদান করতে গিয়ে বলেন, "ক্ষোভ কমে যাবে। কেউ পুতুলনাচ করাতে পারবে না। ধরুন, আমার ধারণা সীমান্ত হত্যা হচ্ছে, এখন সীমান্ত হত্যা তো আমি ভারতকে বলে অ্যাড্রেস করতে পারছি না। অনেকে বলছে, চলো সীমান্তে যাই। মানুষ বলছে হ্যাঁ, সরকার পারছে না, চলো আমরা যাই। সরকার কী পারছে-কী পারছে না, সেই বুঝে মানুষ সিদ্ধান্ত নেয়।।"

তিনি আরও বলেন, "আমাদের সরকার ৬ মাস আছে। আমি মন্ত্রী হয়েছি নভেম্বরে, আমি যতটুকু বুঝেছি জনগণ (যাকে এখন অনেকে মানে নেগেটিভ অর্থে মব বলছে, আমি তর্কে যেতে চাই না) যখনই দেখে যে আমরা উদ্যোগ নিয়ে ফেলেছি, তখন মানুষ নিশ্চিন্ত হয়। আমরা ডেভিল হান্ট শুরু করেছি। অপারেশন ডেভিল হান্ট করব আমরা। উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, তারা প্রয়োজনে গ্রেফতার করবে। আপনি দেখবেন, জায়গায় জায়গায় আর হামলা হচ্ছে না। কেন হামলা হচ্ছে না? যখনই মানুষ দেখে যে সরকার সক্রিয়, তখনই মানুষ নিরস্ত্র হয়ে যায়, অসক্রিয় হয়ে যায়।"

এ সময় তিনি উল্লেখ করেন, "এখন আরও ১০জন ইউটিউবার বললেও আর মানুষ নামবে না।"

সূত্র: https://inscript.me/exclusive-interview-of-mahfuj-alam-advisor-of-bangladesh-interim-govt-bangladesh-rejects-both-indo-pak-dominance-by-arka-deb

নুসরাত

×