ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা, এইচএসসি পাস এই লোককে আমেরিকা অনেক কিছু দিয়েছে: রুমি

প্রকাশিত: ১১:৩১, ১ মার্চ ২০২৫; আপডেট: ১১:৩৪, ১ মার্চ ২০২৫

বাংলাদেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা, এইচএসসি পাস এই লোককে আমেরিকা অনেক কিছু দিয়েছে: রুমি

ছবির বামে ডা.রুমি এবং ডানে অভিযুক্ত বাশার

আবুল বাশার খান প্রমাণ করলেন তিনি মানুষ না, বাংলাদেশি আমেরিকান না, তিনি আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট, আমেরিকান প্রবাসী ডাক্তার রুমি আহমেদ।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তার ব্যাক্তিগত ফেসবুক পেজে এ মন্তব্য করেন রুমি।পরে রুমির সেই পোস্টটি অনলাইন অ্যাকটিভিস্ট,ব্লগার,লেখক পিনাকী তার ভেরিফায়েড ফেসবুকে পোস্টটি শেয়ার করেন।

রুমি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন,ছবির এই ব্যক্তির নাম আবুল বাশার খান। এই লোক নিউ হ্যাম্পশায়ার নাম ছোট একটা স্টেট এর স্টেজ এসেম্বলিতে রিপ্রেজেন্টেটিভ। যে দুটি শহর এই লোক রিপ্রেজেন্ট করেন তার কম্বাইন্ড জনসংখ্যা ১০,০০০ এর মত।

তিনি তার পোস্টে আরো বলেন, সম্প্রতি নিউ হ্যাম্পশায়ার ( টোটাল জনসংখ্যা ১৪ লক্ষ) স্টেট্ এসেম্বলি তে বাংলাদেশ এর পাঁচই আগস্ট গণঅভ্যুথ্যান কে ইসলামিস্ট টেকওভার আখ্যায়িত করে বাংলাদেশ এর বিরুদ্ধে এক নিন্দা প্রস্তাব এনেছেন এই লোক। কোন পাবলিক এনাউন্সমেন্ট না করে নিন্দা প্রস্তাব পাস্ করার আগে যে চারজন সাক্ষী ডেকেছেন তারা সবাই নিউ হ্যাম্পশায়ার আওয়ামী লীগ এর নেতা।

এই নিন্দাপ্রস্তাব এর কোন ভ্যাল্যু নাই। শধু শুধু নিউ হ্যাম্পশায়ার এর পলিটিশিয়ান দের কাছে বাংলাদেশ কে ছোট করলেন।কারণ উনি আওয়ামী লীগ করেন।

গত দুই ইলেকশন সাইকেল এ স্টেট্ হাউজ গুলোতে চারজন বাংলাদেশী ইলেক্টেড হয়েছে। এই চারজন ছাড়াও আরো বেশ কয়েকজন ইলেকশন করেছিলেন কিন্তু জিততে পারেন নি।

আমি নিজে এবং আমাদের বাংলাদেশী কমিউনিটির রাজনীতি সচেতন সবাই এই এদের ক্যাম্পেইন এ ডোনেট করেছি । মসজিদ ভিত্তিক কমিউনিটি গুলো ডোনেট করছে।

আমরা সবসময়ই এনকারেজ করে এসেছি বাংলাদেশিরা এই দেশে মেইনস্ট্রিম পলিটিক্স এ আসুক। সে কারণে আবুল বাশার খান এর ক্যান্ডিডেসি আমরাও সমর্থন করেছিলাম।

কিন্তু আবুল বাশার খান প্রমান করলেন তিনি মানুষ না, বাংলাদেশি, আমেরিকান না; তিনি আওয়ামী লীগ! তার কাছে সবকিছুর উপরে আওয়ামী স্বার্থ।

আবুল বাশার খান এর এই কাজ আমেরিকাতে বাংলাদেশিদের আমেরিকানদের মেইনস্ট্রিম পলিটিক্স একটু কঠিন করে দিলো। এখন যে ই ইলেকশন করবেন তাকে প্রমান করতে হবে - প্রমিজ করতে হবে - উনি ইলেক্টেড হলে ওনার কাজ হবে ওনার কনষ্টিটুয়েন্সি; ইমিগ্রেন্ট পপুলেশন; মাইনোরিটি পপুলেশন কে রিপ্রেজেন্ট করা। প্রমিজ করতে হবে দেশের অন্ধ দলবাজি দিয়ে এই রাজনীতি কে কলুষিত করবেন না; ফেলে আসা দেশের রাজনীতি থেকে বের হয়ে আসবেন।

পিরোজপুর ভান্ডারিয়ার এইচ এস সি পাস্ এই লোককে আমেরিকা অনেক কিছু দিয়েছে - কিন্তু সিভিক সেন্স দিতে পারে নি।

২০২৬ এর ইলেকশনে ভদ্রলোক আবার ইলেকশন করবেন। ওনার এলাকায় ওনার বিরুদ্ধে ইলেকশন করবেন যে রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রার্থীরা - ওই দুটো টিম এর সাথে আমি যোগাযোগ করেছি। আমরা এনসির করবো যে আবুল বাশার খান যাতে আর জিতে আসতে না পারে! ফ্রম নাউ অন উইনিং উইল বিকাম মাচ ডিফিকাল্ট ফর হিম।

ফুয়াদ

×