ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

আগে নির্বাচন করতে গেলে ক্ষতি হবে জাতির: নায়েবে আমির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ১ মার্চ ২০২৫; আপডেট: ১১:১৯, ১ মার্চ ২০২৫

আগে নির্বাচন করতে গেলে ক্ষতি হবে জাতির: নায়েবে আমির

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবিঃ সংগৃহীত

সংস্কার ও ফ্যাসিস্টের বিচার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। 
কুমিল্লার ব্রাহ্মপাড়ার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, দেশের মানুষের উপর যারা জুলুম করেছে তাদের আগে বিচার হতে হবে। বিচারের আগে নির্বাচন হবে না। সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন হবে না। 
বিগত তিনটি নির্বাচন সুষ্ঠু হয়নি জানিয়ে তিনি আরও বলেন, বিগত তিনটি নির্বাচন প্রমাণ করেছে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না।
মুজিবুর রহমান বলেন, ‘আগে নির্বাচন করতে গেলে ক্ষতি হবে জাতির। গোটা জনগণের ক্ষতি হবে। সেইজন্য আমরা সংস্কার চাই। আমরা বিচার চাই। সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে।’

মুমু

×