ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

নতুন দলের আত্মপ্রকাশের দিন মন খারাপ আবু সাঈদের পরিবারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ১ মার্চ ২০২৫; আপডেট: ১০:৩৯, ১ মার্চ ২০২৫

নতুন দলের আত্মপ্রকাশের দিন মন খারাপ আবু সাঈদের পরিবারের

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সম্পর্কে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের ভাই আবু হোসাইন তার ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটির সদস্যদের কাছ থেকে আমন্ত্রণ না পাওয়ার ক্ষোভ প্রকাশ পেয়েছে।

২৮ ফেব্রুয়ারি শহীদ আবু সাঈদের ভাই আবু হোসাইন তার ফেসবুক ওয়ালে একটি পোস্টে লিখেছেন, ‘মনে অনেক দুঃখ ব্যাথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর।’

তিনি আরও লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক শহীদ আবু সাঈদের ফ্যামিলির খোঁজ নিয়েছে। অথচ অনেক সাধারণ মানুষ এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে। এখনই এই অবস্থা, ভবিষ্যতের কথা বাদ দিলাম।’

সবশেষে আবু হোসাইন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ এর সফলতা কামনা করে তাদের শুভকামনা জানিয়েছেন। 

মুমু

×