ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

নাহিদের ফেসবুক স্ট্যাটাস ’ক্ষমতা না জনতা? জনতা, জনতা।’

প্রকাশিত: ২৩:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নাহিদের ফেসবুক স্ট্যাটাস ’ক্ষমতা না জনতা? জনতা, জনতা।’

ছবি: সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নামকরণ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party–NCP)। দলের শীর্ষ পদে, অর্থাৎ আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি), নতুন এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। বিকেল বেলা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলের প্রথম জনসভাটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছাত্র-জনতার সামনে নাহিদ ইসলাম স্লোগান দিতে দেখা যায়। এই স্লোগানটি ছিল: "ক্ষমতা না জনতা? জনতা, জনতা।"

নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে আজকের সভার একটি ছবি শেয়ার করে লিখেন, "ক্ষমতা না জনতা? জনতা, জনতা।" এই পোস্টে, মাত্র ২০ মিনিটে ৪০ হাজার রিঅ্যাক্ট দেখেছেন তার অনুসারীরা।

একজন কমেন্টকারি, মাহমুদুল হক জালিস, মন্তব্য করেন, "জনতাকে মাইনাস করে বাংলাদেশে আর কোন রাজনীতি চলবে না। আপনার নেতৃত্বে জনতাকে নিয়ে আগামীর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবো আমরা, ইনশাআল্লাহ।"

আরেকজন, রায়হান রনি, মন্তব্যে লেখেন, "নাহিদ ইসলাম দের মতো সাহসী নেতা জন্ম হোক আগামীর প্রজন্মে। আল্লাহ, আপনাদের সহায় হোক।"

অন্যদিকে, এমএইচ আরিফ নামক একজন মন্তব্য করেন, "নতুন দলের প্রথম দিনে ৪টি জিনিস জোশ লাগছে:" ১. পার্টির নাম ঘোষণা করেছেন একজন শহীদের বোন। ২. মঞ্চে কোন চেয়ার ছিল না, সবাই হাটুগেড়ে বসেছিল। ঠিক আন্দোলনের মতো। মেসেজটা পরিষ্কার, এই দলে কোন একক নেতা নেই, পারিবারিক নেতা নেই—এখানে অনেকজন নেতা আছেন। ৩. হাসনাত আব্দুল্লাহ আজও ঐ সবুজ জার্সি পরে মঞ্চে উঠেছিলেন, যা তার ট্রেডমার্ক। যে জার্সি পরে তিনি আন্দোলন করেছেন, সেই গেটআপে রাজনীতির মঞ্চে উঠাটা সিম্বোলিক। এটা কাকতালীয় নয়। ৪. মাথায় লাল-সবুজ পতাকা জড়িয়ে নাহিদ ইসলাম স্লোগান তুললেন, "ক্ষমতা না জনতা? জনতা, জনতা।" একদিন আগে ক্ষমতা ছেড়ে জনতার কাতারে নেমে আসা একজন নেতার মুখে এই স্লোগান যে কতটা প্রভাবশালী ছিল, তা প্রকাশ করা কঠিন।

এই দিনটি ছিল এক নতুন রাজনৈতিক উত্থানের সূচনা, যেখানে জনগণের নেতৃত্ব এবং সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি।

নুসরাত

×