ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

নাসিরুদ্দিন পাটোয়ারী

গত ১৫ বছরে গণতন্ত্রের কথা বলতেই গুম খুন করা হয়েছে

প্রকাশিত: ২২:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

গত ১৫ বছরে গণতন্ত্রের কথা বলতেই গুম খুন করা হয়েছে

ছবিঃ সংগৃহীত

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, গত ১৫ বছরে গণতন্ত্রের পক্ষে কথা বললেই গুম ও হত্যার শিকার হতে হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতাকর্মীরা অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেছেন, যা যথাযথভাবে মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, "আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়েছি, একটি স্বাধীন 'বাংলা ২৪' প্রতিষ্ঠা করেছি। বাংলাদেশের আপামর জনগোষ্ঠী, প্রবাসী বাঙালিরা এবং বিভিন্ন শ্রেণির মানুষ অক্লান্ত পরিশ্রম করে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, যা বাংলাদেশের স্বাধীনতার নতুন সূর্যোদয় ঘটিয়েছে।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/16GTYvPYA5/

মারিয়া

×