ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

স্বাস্থ্য ও শিক্ষা সবার নাগরিক অধিকার, পণ্যে পরিণত হবে নাঃ ডা. তাসনিম জারা

প্রকাশিত: ২১:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

স্বাস্থ্য ও শিক্ষা সবার নাগরিক অধিকার, পণ্যে পরিণত হবে নাঃ ডা. তাসনিম জারা

ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-জেএনসির অনুষ্ঠানে জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমান জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করা ডা. তাসনিম জারা বলেন,"আমরা সেই রাজনীতির অবসান চাই, আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোন ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না।" 

ডা. তাসনিম জারা আরও বলেন, "রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে, যেখানে মানুষ বলবে না যে সব দলই এক। কারণ আমরা রাজনীতি করতে আসিনি, ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করতে এসেছি, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য।"

অনুষ্ঠানে তিনি আরও বলেন, "আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে যে কেউ তার যোগ্যতা,সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে, তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোন ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না।"

সর্বশেষে ডা. তাসনিম জারা বলেন, "ক্ষমতা থাকবে জনগণের হাতে, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না। সেটা সবার নাগরিক অধিকার, সবার জন্য সমান থাকবে। বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে।"

সূত্রঃ https://youtu.be/g9UMx2VOIWw?si=x7IfZS7lEkc_-xiZ

ইমরান

×