ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

যে কারণে চাকরি ছাড়তে হয়েছিল সাইয়েদ আবদুল্লাহর

প্রকাশিত: ২০:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

যে কারণে চাকরি ছাড়তে হয়েছিল সাইয়েদ আবদুল্লাহর

ছবি:সংগৃহীত

আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক সাইয়েদ আবদুল্লাহ একটি টেলিভিশন টকশোতে বলেন, মতিউরের ছাগল কান্ড বের করার পর যখন দেখলাম, এই ছাগল কান্ডের সাথে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বেনজির আহমেদ জড়িত। সর্বশেষ দেখলাম শেখ হাসিনার বোন শেখ রেহেনা নিজেই এই ঘটনার সাথে জড়িত। তখন থেকেই আমার উপরে প্রচন্ড চাপ আসতে থাকে। তখন আমাকে চাকরিটা ছাড়তে হয়েছিল এবং আমিও ডানে বামে না তাকিয়ে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম।

তিনি আরো বলেন, অনেকের কথা শুনে মনে হয় ২০২৪ সালে এসে হঠাৎ করে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠলেন যেটা আসলে বাস্তবসম্মত না। আমি নিশ্চিত ভাবে বলছি ২০২৪ সালের ৭ জানুয়ারি ইলেকশনের পরে, আমি দেখেছি আনেক মানুষ বুড়ো আঙ্গুলের ছবি পোস্ট করেছেন। যেহেতু তারা ভোট দিয়েছেন তারা খুব খুশি। কিন্তু তাদেরই অনেকে কোটা বহালের পর, যখন বুঝতে পারল তারা চাকরি পাবে না, তখন থেকেই মনে হল শেখ হাসিনা স্বৈরাচার। কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছেন সেই ২০১১ সাল থেকে। যখন তিনি পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিয়েছিলেন।

মুহাম্মদ ওমর ফারুক

×