ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

অন্যায়ভাবে দাম বাড়ালে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা ফরিদা আক্তার

প্রকাশিত: ২০:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

অন্যায়ভাবে দাম বাড়ালে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা ফরিদা আক্তার

ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সেখানে যারা বাজারে অন্যায়ভাবে দাম বাড়াবে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, “পুরো রমজান জুড়ে রাজধানীর ২৫টি স্থানে ২৫০ টাকা কেজি দরে ড্রেসিং করা ব্রয়লার মুরগি টাকা, ৮০ টাকা লিটার দরে দুধ, ১১৪ টাকা ডজন দরে ডিম এবং ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হবে।” প্রয়োজনে এই কার্যক্রম আরও কয়েকটি এলাকায় বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।

বাজারের নিত্যপণ্যের দাম এখনও স্বাভাবিক হয়নি উল্লেখ করে তিনি কোনো ব্যবসায়ী অন্যায়ভাবে দাম বাড়ালে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিবাদ করারও পরামর্শ দেন।

যারা অহেতুকভাবে, অন্যায়ভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, “প্রত্যেকে রমজানে সাধারণ মানুষের কাছে খুব প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, যেমন-দুধ, ডিম, মুরগির ও গরুর মাংস এগুলো যেন সাশ্রয়ী মূল্যে তুলে দিতে পারি সে চেষ্টা আমরা করে যাচ্ছি।”

 

সূত্র : https://tinyurl.com/2zanm2mf

রাকিব

×