ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে নাহিদের স্লোগান

প্রকাশিত: ১৯:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে নাহিদের স্লোগান

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড, এক দফার ঘোষক নাহিদ ইসলাম প্রথমে আলোচনায় এসেছিলেন তার স্লোগানের মাধ্যমে। আজ নতুন দল আত্মপ্রকাশের সময় সেই পুরনো স্লোগান আরো একবার মনে করিয়ে দিলেন সাধারণ জনগণকে। ঘোষিত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করার সময় সেই স্লোগান উচ্চারন করে বলেন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। ক্ষমতা না জনতা? আপস না সংগ্রাম? 

নাহিদ ইসলাম বলেন, আমাদের সেকেন্ড রিপাবলিকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকে সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সব ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূলমন্ত্র। আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বহুত্বপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই। আমাদের রিপাবলিক সব নাগরিককে দারিদ্র্য, বৈষম্য ও ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকেই অপরায়ন করা হবে না। বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়৷ এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়৷ ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ঘোষিত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র পাঠ করেছেন। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ থেকে নাহিদ ইসলাম এই ঘোষণাপত্র পাঠ করেন।

মুহাম্মদ ওমর ফারুক

×