ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হলেন জয়নাল আবেদীন শিশির

প্রকাশিত: ১৯:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হলেন জয়নাল আবেদীন শিশির

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাইয়ের শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন। 

দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলমের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান মাসুদ। 

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দলটির যুগ্ম সদস্য সচিব হিসাবে থাকছেন সাংবাদিক জয়নাল আবেদীন শিশির,আব্দুল্লাহ আল আমিন,আরিফ সোহেলসহ আরো অনেকে।

সাংবাদিক জয়নুল আবেদিন শিশির বরাবরই ছাত্রদের দাবি দাওয়া, অধিকার আদায়ে অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার।জুলাই আন্দোলনের আগে থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান পড়াকালীন সময়ে বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরোধিতা করে সারাদেশে আলোচনায় আসেন।সাংবাদিক জয়নাল আবেদিন শিশির যুগ্ম সদস্য সচিব হিসাবে মনোনীত হওয়ায় তার ভক্ত শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে তারুণ্য নির্ভর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানস্থলে স্লোগানে-মিছিল নিয়ে জড়ো হয় ছাত্র-জনতা। তাদের কেউ এসেছেন রংপুর থেকে মিছিল নিয়ে, কেউ এসেছেন খুলনা থেকে। নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে বিপুলসংখ্যক মানুষ উপস্থিতি হয় মানিক মিয়া অ্যাভিনিউতে।

 

ফুয়াদ

×