ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত: ১৯:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির নাম ঘোষণা করেন শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। একই সঙ্গে ঘোষিত হয় আহ্বায়ক কমিটি।

কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, এবং সদস্য সচিব হিসেবে থাকছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সচিব হিসেবে নাহিদা সারওয়ার নিভা ও তাসনিম জারা রয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম, মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারী, এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন আব্দুল হান্নান মাসুদ।

এছাড়া, তারুণ্য নির্ভর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানস্থলে বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত হন। রংপুর, খুলনা, নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আগত মানুষরা অনুষ্ঠানে যোগ দেন।

আশিক

×