ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

নতুন দল গঠনকারীরা কোন অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারিতা করবে না: শহীদ পরিবারের প্রত্যাশা

প্রকাশিত: ১৯:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন দল গঠনকারীরা কোন অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারিতা করবে না: শহীদ পরিবারের প্রত্যাশা

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে আজ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এরপর গীতা পাঠ করেন আর্পিতা সামা দেব এবং ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। এসব ধর্মীয় অনুষ্ঠান শেষে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর, এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকরা সমাবেশস্থলে এসে জমায়েত হন। বিশেষ করে, মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

নতুন রাজনৈতিক দলের নাম সম্পর্কে সূত্র জানিয়েছে, এই দলের নাম ঘোষণা করবে শহীদ পরিবার, যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী। তবে, ঠিক কোন শহীদের পরিবার এই নাম ঘোষণা করবে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দলটির নাম "জাতীয় নাগরিক পার্টি" (এনসিপি) রাখা হবে বলে শোনা যাচ্ছে।

শহীদ পরিবারের একজন সদস্য বলেন, "স্বৈরাচার যত আছে, সবই পালায় গেছে। আর যারা পলিয়ে গেছে, তাদের আমরা আর চাই না। আমরা যেই রক্তের ওপর দাঁড়িয়ে নতুন দল গঠন করা হচ্ছে, আমরা বিশ্বাস করি এই দলে কোনো ধরনের কোনো দুষ্কৃতি, দুর্নীতি কিংবা স্বৈরাচারী আচরণ আর হবে না। আমি চাই ছাত্র ভাইয়েরা আসুক, আসিফ ভাই আসুক, সবাই ছাত্র ভাইয়ের যত আছে, সবাই আসুক। আমরা কামনা করি দেশ আরও সুন্দরভাবে গঠিত হোক।"

আরেকজন বলেন, "আমরা চাই না দেশের গরীব মানুষগুলো সব শেষ হয়ে যাক। ছাত্র ভাইরা আসুক, তারা দেশের উন্নতি করবে, ভালো থাকুক, দাম কমুক, জিনিসের দাম কমাতে হবে। আমরা চাই, গরীব মানুষ যেন সাহায্য পায় এবং বাঁচতে পারে। আমি চাই আমার সন্তান সাহায্য পাবে, আমি গত সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি, তবে আমি এখন সাহায্য পেয়েছি। আমি শুনতে পারি না, আমার একটি সন্তান আছে, তার ভবিষ্যত আমি চাই, আমি চাই সে ভালোভাবে জীবন কাটাক।"

আরেকজন সদস্য বলেন, "আমাদের নতুন দল আসছে, আমাদের একটাই চাওয়া—যেভাবে রক্ত ঝরেছে, যেভাবে শহীদ হয়েছে, এরা সেই রক্তের ওপর দাঁড়িয়ে, তাদের পা দিয়ে, যেহেতু নতুন দল গঠন হচ্ছে, ভবিষ্যতে এই ধরনের রক্তপাত যেন আর না হয়, এবং যারা শহীদ হয়েছে, তাদের বিচার যেন সঠিকভাবে নিশ্চিত করা হয়। এটুকুই আমাদের বিশ্বাস এবং আমরা আশা করি তারা তা করবে।"

নুসরাত

×