ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

আজ শেষ হলো জবির ভর্তি পরীক্ষা, কবে ফল প্রকাশ জানালেন উপাচার্য

জবি সংবাদদাতা

প্রকাশিত: ১৮:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আজ শেষ হলো জবির ভর্তি পরীক্ষা, কবে ফল প্রকাশ জানালেন উপাচার্য

ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে এ বছরের নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষা।

ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জনকণ্ঠকে বলেন, ‘আজ বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি ইউনিটের পরীক্ষার মাধ্যমে সকল ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হচ্ছে। আমরা চেষ্টা করছি, রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করতে। পাশাপাশি ঈদের পর দ্রুততম সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করারও চিন্তাভাবনা আছে আমাদের। ’

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, ‘আজ শুক্রবার দুই শিফটে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষার ফলাফল দুই সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়া হবে।’

শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত এবং বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত দুই শিফটে আজ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য মহোদয় পরীক্ষার শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা আয়োজনে সফলতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরীক্ষা চলাকালীন উপাচার্য বিভিন্ন হল পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ-খবর নেন।

এসময় তার আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং পিআরআইপি দপ্তরের পরিচালকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষায় মোট ২০ হাজার ১১২ জন পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। এর মধ্যে সকালের শিফটে ৮ হাজার ৬৮৬ জন এবং বিকালের শিফটে ১১ হাজার ৪২৬ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। সকালের শিফটে ৮৪ দশমিক ৭৪ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

এবার দীর্ঘ চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিয়েছে। পরীক্ষার মোট নম্বর ছিল ১০০, যার মধ্যে ৭২ নম্বর বরাদ্দ ছিল লিখিত ও বহুনির্বাচনি পরীক্ষার জন্য। বহুনির্বাচনি অংশে ২৪ নম্বর, লিখিত অংশে ৪৮ নম্বর রাখা হয়। এছাড়া, এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর এবং এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর যুক্ত করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

রাকিব

×