ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

গণভবনে কে যাবে সেটা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে নয়: হাসনাত

প্রকাশিত: ১৮:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

গণভবনে কে যাবে সেটা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে নয়: হাসনাত

ছবি: সংগৃহীত

 “গণভবনে কে যাবে সেটা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে নয়”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া আভিনিউতে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের সময় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিগত দেড় দশকের বেশি সময় আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগে বাস করেছি। সাজানো নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার গুম, খুন, নিপীড়নের মাধ্যমে দেশকে ত্রাসের রাজ্যে পরিণত করেছিল।"

তিনি আরও বলেন, “শাপলা চত্বরে আলেমদের ওপর গণহত্যা চালিয়েছে বিগত সরকার। জনগণ এসব আর সহ্য করতে পারেনি। তাই ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই মাসে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে।”

নতুন রাজনৈতিক দল সম্পর্কে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে গণভবনে কে যাবে, সংসদে কে যাবে—তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনগণ, বাইরের কোনো শক্তি নয়।”

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি শক্তির উত্থান ঘটল বলে মনে করছেন বিশ্লেষকরা।

আসিফ

×