ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

রাসুল (সাঃ) ও তাহাজ্জুদ নামাজ নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, আদমদীঘি, বগুড়া

প্রকাশিত: ১৮:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

রাসুল (সাঃ) ও তাহাজ্জুদ নামাজ নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় তাওহীদী জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রাসুল (সাঃ) ও তাহাজ্জুদ নামাজ নিয়ে কটূক্তিকারী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ও সোহেল হাসান গালীবকে দ্রুত গ্রেফতার করে বিচার ও সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয়েছে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

আজ শুক্রবার জুমা নামাজ শেষে উপজেলা মডেল মসজিদ থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পরে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন তারা।

বাংলাদেশ খেলাফত মজলিস আদমদীঘি থানা শাখার সভাপতি মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আদমদীঘি গোহাট জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ, শাঁওইল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মোমিন, দারুল ফুরকান ইসলামীয়া মাদরাসার মুহতামিম মাওলানা আখতারুজ্জামান আল ফারুক, খেলাফত যুব মজলিসের উপজেলা সভাপতি মুফতি জাহিদ, কসাইগাড়ি জামে মসজিদের খতিব মাওলানা তাওহিদ বিন হাবীব প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন মুফতি ওয়ায়েস বিন ইসমাইল, মোস্তফা আহমেদ, মাওলানা ইসাহাক, সালাউদ্দিন, হাফেজ হুজাইফাসহ সাধারণ তাওহীদী জনতা।

×