ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলো নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান

প্রকাশিত: ১৭:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলো নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান

ছবি:সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়৷ এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়৷ ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে, উপস্থিত সবাই একত্রে তা গেয়ে দেশের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করেন। এই অনুষ্ঠানটি শুধু একটি রাজনৈতিক দল বা সংগঠনের আত্মপ্রকাশ নয়, বরং এটি দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে শুরু হওয়ার পর, আগত অতিথিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং দলটির সমর্থকরা অনুষ্ঠানটির বাকি অংশে অংশগ্রহণ করতে শুরু করেন।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, নতুন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সদস্যসচিব আখতার হোসেন। আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। দলের সদস্যসচিব আখতার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

মুহাম্মদ ওমর ফারুক

×