ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন যেভাবে ট্রাক ড্রাইভার থেকে শামীম ওসমানের ডান হাত হয়ে ওঠেন

প্রকাশিত: ১৬:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন যেভাবে ট্রাক ড্রাইভার থেকে শামীম ওসমানের ডান হাত হয়ে ওঠেন

ছবি: সংগৃহীত

আলোচিত ‘সাত খুন’ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী নূর হোসেন ছিলেন একজন ট্রাক ড্রাইভার। কিন্তু নারায়ণগঞ্জের মাফিয়া হিসেবে পরিচিত শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তিনি হয়ে ওঠেন পরিণত হন শামীম ওসমানের ডান হাত, কায়েম করেন ত্রাসের রাজত্ব।

কীভাবে সাধারণ ট্রাক ড্রাইভার থেকে নূর হয়ে উঠেছিলেন নারায়ণগঞ্জের ত্রাস ও নানা অপকর্মের মাস্টারমাইন্ড?
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল টেকপাড়া এলাকায় বেড়ে ওঠা নূর হোসেন পরিবারের ছয় ভাইয়ের মধ্যে তৃতীয়। ৯০ দশকের আগে সিদ্ধিরগঞ্জের এক কন্ট্রাক্টের ট্রাকে হেল্পার হিসেবে কাজ করেন তিনি। এরপর হেল্পার থেকে শিখে নেন ট্রাক চালানো।

স্বার্থের প্রয়োজনে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক দল পাল্টান। তবে যে দলের হয়েই ইউপি নির্বাচন করতেন না কেন, তিনি মূলত কাজ করতেন শামীম ওসমানের হয়েই।

১৯৯২ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে নূর হোসেন গড়ে তোলেন এক সন্ত্রাসী বাহিনী। এরপর পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ, জায়গা-জমি দখল, শিল্প-কারখানায় চাঁদাবাজি, শীতলক্ষ্যা নদীর তীর দখল করে বালু ও পাথরের ব্যবসার নিয়ন্ত্রণে নেন তিনি।

২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় আসলে পরিবার নিয়ে ভারতে পালিয়ে যান নূর। তাকে গ্রেফতার করতে ওয়ারেন্ট জারি করে ইন্টারপোল (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন)।

পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের তৎকালীন এলজিআরডি মন্ত্রীকে লেখা একটি চিঠি পাল্টে দেয় নূর হোসেনের জীবন। নূর হোসেনকে মেয়র মর্যাদায় পৌরসভার প্রশাসক পদে বসাতে তিনি এ চিঠি দেন। ২০০৯ সালের ৮ জুন লেখা ওই চিঠির কারণে ইন্টারপোলের রেড ওয়ারেন্ট থেকে নূর হোসেনের নাম বাদ পড়ে।

এরপর শামীম ওসমানের হাত ধরেই নারায়ণগঞ্জে শুরু হয় তার অবৈধ ব্যবসা ও অপকর্ম। প্রকাশ্যে গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। চাঞ্চল্যকর এসব তথ্য উঠে এসেছে বেশ কিছু গণমাধ্যমে।

আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে নূর হোসেন তার অপরাধ সাম্রাজ্য চালাচ্ছিলেন বেশ দাপটের সাথে। তবে আলোচিত সাত খুন মামলা ও ফাঁসির দণ্ডাদেশ কাল হয়ে দাঁড়ায় তার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয়ভাজন শামীম ওসমানের ডান হাত হওয়ার কারণেই হয়তো আওয়ামী লীগের সময় নূর হোসেনের ফাঁসির রায় কার্যকরের বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছিল।

 

সূত্র : https://tinyurl.com/54aamted

রাকিব

×