ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ভাইরাল স্লোগান

খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে!

প্রকাশিত: ১৬:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে!

খেলা হবে-তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় রাজনৈতিক স্লোগান। আগামী বিধানসভা নির্বাচনে দলের জন্য ২১৫ আসনের লক্ষ্যমাত্রায় সিলমোহর দিয়ে মমতা বলেছেন আরও জোরে খেলা হবে।

গেল  বৃহস্পতিবার দলের বৈঠক (মিনি রাজ্য সম্মেলন) থেকে প্রিয় স্লোগান দিতেই তৃণমূল সমর্থকরা চনমনে। কারণ, লক্ষ্যমাত্রা বিরাট। কলকাতা থেকে মমতা খেলা হবে বলার ভিডিও ভাইরাল। সেই ভিডিও বাংলাদেশেও ভাইরাল।

পলাতক আওয়ামী লীগ নেতা শামিম ওসমান রাজনৈতিক হুমকি খেলা হবে স্লোগানের সৃষ্টিকর্তা! বিতর্কিত নির্বাচনে বারবার ক্ষমতা ধরে রেখেছিলেন শেখ হাসিনা বলে আন্তর্জাতিক মহলের অভিযোগ। সেই নির্বাচনগুলিতে শামিম ওসমানের তৈরি খেলা হবে স্লোগান চলত। স্লোগানটি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ছড়ায়। বিগত নির্বাচনগুলিতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বারবার বলেছেন খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে।

খেলা হবে হুমকি সৃষ্টিকর্তা শামিম ওসমান নিজের দেশে নাকি অন্যদেশে লুকিয়ে আছেন সরাসরি এ বিষয়ে কিছু জানায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গতবছর  ৫ আগস্ট রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশে টানা তিন দফায় সরকার গড়া আওয়ামী লীগের পতন হয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রিত। তিনি গণহত্যাকারী স্বৈরাচারী হিসেবে দেশে ধিকৃত হচ্ছেন। দাবি উঠছে মৃত্যুদণ্ডের। দলের বহু নেতা-নেত্রীরা গণহত্যার মামলায় ধৃত ও বিচারাধীন। আর কুখ্যাত শামিম ওসমান নিরুদ্দেশ।

শামিম ওসমানের রাজনৈতিক হুমকি ‘খেলা হবে’। তিনি নারায়ণগঞ্জে দলীয় সমর্থকদের সভা থেকে বিরোধীদের হুমকি দিয়েছিলেন। ভোটের আগেই ভোটে জিতে যেতেন শামিম ওসমান। সেই বিতর্কিত ওসমান গণবিদ্রোহের পর আত্মগোপনে। পরিস্থিতি এমন যে তাকে কাছে পেলেই জনতা জবাই করে দেবে। ভয়াল শামিম ওসমান এখন নিজেই ভয়ে ভীত।

নারায়ণগঞ্জের জামতলার যে বিরাট বাড়ি থেকে ওসমানের রাজত্ব চলত আজ সেখানে নীরবতা। বাড়ির নাম ‘বায়তুল আমান‘। গণবিদ্রোহ দমনে শামিম ওসমানের নির্দেশে সশস্ত্র হামলার ছবি ভাইরাল হয়েছে। সরকার পতনের পরবিক্ষুব্ধ জনতা তার এই বাড়িতে হামলা চালায়। বাড়ি ধ্বংস।

কখনো তাকে কলকাতা, আজমীর শরিফ, দিল্লিতে দেখা গেছে বলে দাবি উঠেছে। তবে কোনো দাবিই নিশ্চিত নয়। উল্লেখ্য নারায়ণঞ্জ-৪ আসনের প্রাক্তন সাংসদ শামিম ওসমান ও তার স্ত্রী এবং দুই সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তবে তিনি ধরাছোঁয়ার বাইরে।

সূত্র: ২৪ সেভেন

ফুয়াদ

×