ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

দৈনিক জনকণ্ঠকে জড়িয়ে ওবায়দুল কাদেরের ভুয়া ফটোকার্ড প্রচারণা

প্রকাশিত: ১৫:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

দৈনিক জনকণ্ঠকে জড়িয়ে ওবায়দুল কাদেরের ভুয়া ফটোকার্ড প্রচারণা

সম্পাদিত ফটোকার্ডটির ডিজাইন দেখতে পুরোপুরি দৈনিক জনকণ্ঠের ফটো ডিজাইনের মতো মনে হলেও পোস্টকৃত ফটোকার্ডটি দৈনিক জনকণ্ঠের নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয় নি।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সম্পাদিত  ফটোকার্ডটি “আজিম গাজি” নামে একটি বট আইডিসহ বিভিন্ন আইডি থেকে করা হয়েছে।

সম্পাদিত ফটোকার্ডটি জনকণ্ঠের আদলে সম্পাদিত হলেও জনকণ্ঠ নিশ্চিত করে বলছে এটি জনকণ্ঠের নিজস্ব সাইট থেকে করা হয়নি।যেটি পুরোপুরি ভুয়া ও অসত্য।

ফ্যাক্ট চেক:

জনকণ্ঠ অনলাইন টিম ফটোকার্ডটির বিস্তারিত অংশ পড়ে দেখেছে।যেখানে ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, “চলে গেলেন ওবায়দুল কাদের” কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাসি ত্যাগ করেন তিনি।

এই শিরোনামের কোন সংবাদ আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ জনকণ্ঠের ফেসবুক পেজ বা পোর্টলে আপলোড করা হয়নি।

জনকণ্ঠের অনলাইন টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদেরের ছড়িয়ে পড়া ফটোকার্ডটি  ভুয়া। প্রযুক্তির কারসাজিতে এ ফটোকার্ড তৈরি করা হয়েছে এবং একটি অনির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রচারিত হচ্ছে।

যেখানে দেশের আরো বিভিন্ন বেসরকারি মিডিয়ার নামেও সম্পাদিত ওবায়দুল কাদেরের ফটোকার্ড প্রচারণা করা হয়েছে।যা ইতোমধ্যে সবাই ভুয়া ফটোকার্ড থেকে সবাইকে সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে।

ফুয়াদ

×