ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ইতিহাসের সাক্ষী হয়ে থাক, আজকের এই দিন: আসিফ সৈকত

প্রকাশিত: ১৪:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ইতিহাসের সাক্ষী হয়ে থাক, আজকের এই দিন: আসিফ সৈকত

ছবি: সংগৃহীত

এই জনসমুদ্রে কার ব্যানারের পেছনে দাঁড়িয়েছে জানিনা। সে কোন দল। এমন মন্তব্য করে ফেসবুক পোস্ট করেন আসিফ সৈকত। 

সম্প্রতি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন আসিফ সৈকত। ইতিমধ্যে তা নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। 

তিনি লিখেছেন, এই জনসমুদ্রে কার ব্যানারের পেছনে দাঁড়িয়েছি জানিনা। সে কেন দল! খেলাফত, জামাত, নাকি ইসলামী আন্দোলন - জানার প্রোয়োজনই মনে করিনা।

তিনি আরো লিখেছেন, আমি কট্টর জাতীয়তাবাদী শক্তি, একা আমারেই প্রেজেন্ট করলাম। আামৃত্যু করুম। আমার কাছে আমার দেশ, আমার ধর্ম আগে। দেশ নিয়া ধর্ম নিয়া আমি বিভেদের রাজনীতি করবো না।

সবশেষ তিনি লিখেছেন, ইতিহাসের সাক্ষী হয়া থাক , আজকের এই দিন। ওয়েল ডান আসিফ। 
 

শিলা ইসলাম

×