ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়বে: মেজর ফেরদৌস

প্রকাশিত: ১২:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়বে: মেজর ফেরদৌস

ছবি: সংগৃহীত

কলামিস্ট, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর আহমেদ ফেরদৌস বলেছেন,  ছাত্রদের আন্দোলনের পরেও বৈষম্য রয়ে গেছে। 

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিস্ট রিজিম শক্তিশালী হওয়ার অন্যতম কারণ আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আঁতাত।  

আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের এটা মেনে নিতে হবে যে, জনগণ ছাত্রদের ডাকে মাঠে এসেছিল। আমি নিজেও গিয়েছিলাম, কারণ আমার ছেলেকে কন্ট্রোল করতে পারিনি। তার নিরাপত্তার জন্য আমাকে যেতে হয়েছিল। কিন্তু আল্টিমেটলি, এই আন্দোলন ফ্যাসিস্ট রিজিমকে উৎখাত করার জন্য হয়েছে। 

তিনি আরও বলেন, ছাত্রদের আন্দোলনের পরেও বৈষম্য রয়ে গেছে, যা ভবিষ্যতে আরও বাড়বে। এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও অন্তর্দ্বন্দ্ব অব্যাহত থাকবে।  

শিলা ইসলাম

×