ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

২৪ ঘণ্টার জন্য পুরুষ উধাও হয়ে গেলে রাতে একা হাঁটতাম: তরুণী

প্রকাশিত: ১২:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

২৪ ঘণ্টার জন্য পুরুষ উধাও হয়ে গেলে রাতে একা হাঁটতাম: তরুণী

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি এক আলোচনায় তরুণী এক আকর্ষণীয় মন্তব্য করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন করা হয়েছিল, "২৪ ঘণ্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায়, আপনি কী করবেন?"

উত্তরে তরুণী জানান, "রাতে একা হাঁটতাম।"

তবে, তিনি আরও বলেন, "পুরুষ দরকার, পুরুষ ছাড়া আমাদের চলবে না। তারা আমাদের গার্ডিয়ান, তাদের প্রয়োজন। কিন্তু, আমাদের রাতে একা হাঁটার সুযোগ থাকতে হবে, কাউকে ছাড়া। রাত ৩টা বাজে, হেঁটে দেখবো কেমন লাগে।"

তরুণীর এই মন্তব্যটিকে অনেকেই নারীর স্বাধীনতা, নিরাপত্তা এবং সমতার আলোকে বিশেষভাবে মূল্যায়ন করেছেন। এটি সমকালীন সমাজে নারীর স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে, যেখানে নারীরা সমাজে নিজেদের স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার দাবি করছেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/19yJQSY2uw/

মারিয়া

×