ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় কেনো? কারণ জানালেন মিসির সেলিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় কেনো? কারণ জানালেন মিসির সেলিম

ছবি: সংগৃহীত

বর্তমান প্রশাসন দ্বারা স্বচ্ছ নির্বাচন করা সম্ভব না বলে মন্তব্য করেছেন প্রকৌশলী আজিজ মিসির সেলিম। এক বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচন আর স্বচ্ছ নির্বাচন দুইটা জিনিস মনে করেন আলাদা। নির্বাচন কিন্তু গত তিন টার্মে আওয়ামী লীগও করছে। সবগুলোই নির্বাচন। কিন্তু স্বচ্ছ নির্বাচন যেটা, আমরা যে যে নির্বাচনটা আমরা চাচ্ছি। সেই নির্বাচনটা শুধু আপনি এই বর্তমান প্রশাসন, নট অনলি পুলিশ আরও যে সিভিল প্রশাসন আছে, এদেরকে দিয়ে যদি আপনি কল্পনা করেন, যদি মিরাকেল কোন পরিবর্তন না আসে ঠিক এই প্রশাসন দ্বারা একটা স্বচ্ছ নির্বাচন করা আমার মনে হয় না সম্ভব।

তিনি আরও বলেন, “পুলিশ যতটুকু অ্যাক্টিভ আছে সেই অ্যাক্টিভিটিটা কিন্তু পুলিশের আগের ন্যারেটিভটা চেঞ্জ হয় নাই। মানে ক্ষমতাসীন বা যারা এখন ক্ষমতার দ্বারপ্রান্তে বা ক্ষমতায় আছে, পুলিশ তার সাথে। এখন বিএনপি নেতারা বের হলে পুলিশ বের হয়। মানে বিএনপি নেতারা তার জন্য একটা ঢাল। অন্য কোন কোন কোন জায়গায় জামাতের ক্ষেত্রেও আমি দেখছি। হয়তোবা ছাত্ররা যেখানে শক্তিশালী সেখানে হয়তো তা।

মিসির সেলিম বলেন, “তো এই অবস্থা এই অবস্থায় আপনি একটা নির্বাচন দিলেন এই পুলিশ যদি আপনার মনে করেন পাহারায় থাকে, পুলিশ তো আগে থেকেই ধরে নিতেছে যে অমুক নির্বাচিত হবে। সে তার পক্ষে থাকবে।

সূত্র: https://youtu.be/n0dveK89_vE?si=6d-ptu_Iv5G8sJX0

এমটি

×