ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ফাহাম আব্দুস সালাম

প্রত্যেকে দ্রুত নির্বাচন চান। এরা কি সবাই বিএনপি?

প্রকাশিত: ১১:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রত্যেকে দ্রুত নির্বাচন চান। এরা কি সবাই বিএনপি?

ছবিঃ সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে ফাহাম আব্দুস সালাম তার ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন, "প্রত্যেকে দ্রুত নির্বাচন চান। এরা কি সবাই বিএনপি?" 

ফাহাম আব্দুস সালামের মতে, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগের জন্য একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। তিনি বলেন, "বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে না, যতক্ষণ না আমরা নরম্যালসির দিকে ফিরি। প্রত্যেকে দ্রুত নির্বাচন চান, কারণ বিজনেসের জন্য মার্কেট কনফিডেন্স দরকার। এটা বিএনপি বা আওয়ামী লীগের বিষয় না, এটা বাস্তবতা।"

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান অর্থনৈতিক সংকট রাজনৈতিক সিদ্ধান্তগ্রহণকে বাধাগ্রস্ত করছে এবং এই পরিস্থিতি দীর্ঘদিন স্থায়ী হলে দেশের কর্মসংস্থান ও বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/164h8N1a15/

মারিয়া

×