ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া

৭২ এর সংবিধানে শপথ নিলেন, এখন সেই সংবিধান কিভাবে কবর দিবেন?

প্রকাশিত: ১০:১৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১০:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

৭২ এর সংবিধানে শপথ নিলেন, এখন সেই সংবিধান কিভাবে কবর দিবেন?

ছবিঃ সংগৃহীত

বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কোনো অসম্ভব বিষয় নয়। পর্যাপ্ত সময় রয়েছে, এবং প্রয়োজনীয় সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব। সংবিধান অনুযায়ী, অধ্যাদেশ হলে তা পরবর্তী সরকারের সংসদ অধিবেশনে ৩০ কার্যদিবসের মধ্যে পাস করাতে হবে, অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান বাস্তবতায় একটি দলের সঙ্গে আলোচনা হলেও আরও কয়েকটি পক্ষ এখনো প্রক্রিয়ার বাইরে রয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন হলে এবং তারা নির্দিষ্টসংখ্যক ভোট পেলে, কিন্তু ২০০ আসন না পেলে, তাহলে অধ্যাদেশ বাস্তবায়ন হবে না। এতে ৭২-এর সংবিধানের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠবে।”

তার মতে, “৭২-এর সংবিধানের আওতায় বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা হলেও, পরবর্তীতে যদি সেই সংবিধানের মৌলিক কাঠামো বাতিল করা হয়, তাহলে নির্বাচিত সরকারের বৈধতা নিয়েই বড় প্রশ্ন উঠে আসবে।”

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1XGQB9zy9N/

মারিয়া

×