ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি

প্রকাশিত: ০৬:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৬:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট মাসে সংঘটিত অভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। এ ঘটনায় শহীদ ৮৩৪ জনের নাম গেজেটে প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ ঘোষণা দেন। তিনি জানান, নিহত ও আহতদের তথ্য যাচাই-বাছাই করে গত ছয় মাস ধরে বিস্তারিত নথিভুক্ত করা হয়েছে।

প্রেস সচিব আরও জানান, আগামী মার্চ মাস থেকে ‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধারা’ ভাতা পাবেন। সরকারের এই উদ্যোগ নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আহতদের স্বীকৃতি ও সহায়তার জন্য নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আসিফ

×