ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

শেখ হাসিনাকে নামানোর কৃতিত্ব সবার আগে মেয়েদের, বললেন প্রেস সচিব

প্রকাশিত: ০১:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনাকে নামানোর কৃতিত্ব সবার আগে মেয়েদের, বললেন প্রেস সচিব

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে, জুলাই-আগস্টে, জুলাইয়ের যে আপ্রাইজিং গণঅভ্যুত্থান সেখানে ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও, নারীরাই ছিলেন এই বিপ্লবের প্রথম সারির নেতৃত্বে—এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর কৃতিত্ব সবার আগে মেয়েদের।”

সাম্প্রতিক এক বক্তব্যে তিনি জানান, গণঅভ্যুত্থানের সময় প্রথম থেকেই নারীরা মাঠে ছিলেন এবং তাদের উপস্থিতিই আন্দোলনকে গতিশীল করেছে।

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, “বাংলা ব্লকেডের প্রথম দিনেই নারীরা একের পর এক গ্রুপ করে টিএসসিতে আসতে শুরু করেন। তিনি বলেন, "আমি নিজে সাংবাদিক হিসেবে তখন উপস্থিত ছিলাম এবং দেখেছি, প্রথম যারা মাঠে নামেন, তারা ছিলেন মেয়েরা।”

তিনি আরও বলেন, “ছেলেদের ভয় ভাঙাতে প্রথমে মেয়েরা রাস্তায় নামেন, তারা একটা অবস্থান তৈরি করেন। পরে ছেলেরা এসে শাহবাগকে পুরোপুরি নিজেদের আওতায় নেয়।”

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলনে নারীদের যে সক্রিয়তা, এটা নিয়ে ডিজার্ভ অনেকগুলো বই দরকার।”

তিনি উল্লেখ করেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারীরা আন্দোলনে সরাসরি অংশ নেন। তারা শুধু মাঠেই ছিলেন না, বরং ভিডিও তৈরি করে, প্রচারণা চালিয়ে এবং সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

এই বক্তব্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে নারীদের ভূমিকা এবং তাদের অগ্রণী অবস্থানকে স্বীকৃতি দেয়। এটি স্পষ্ট করে যে, গণঅভ্যুত্থানের নেতৃত্ব শুধু ছাত্রদের হাতে ছিল না, বরং নারীরাও সমানভাবে সংগ্রাম করেছেন এবং আন্দোলনের অগ্রভাগে ছিলেন।

তিনি বলেন, “শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর ক্ষেত্রে যদি কারও সবচেয়ে বেশি কৃতিত্ব থাকে, তবে তা নারীদেরই প্রাপ্য।”

 

সূত্র:  https://www.youtube.com/watch?v=7IVV8EfNdDQ

মো. মহিউদ্দিন

×