ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

আবু বাকের মজুমদার

কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স ২৮, নেতৃত্বে আসার সময়সীমা ভর্তির পর ৭ বছর

প্রকাশিত: ২৩:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স ২৮, নেতৃত্বে আসার সময়সীমা ভর্তির পর ৭ বছর

ছবিঃ সংগৃহীত

নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটি মূলত জুলাই গণঅভ্যুত্থান শক্তি থেকে গঠিত হয়েছে এবং দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি এবং নতুন বাংলাদেশে ছাত্রসংগঠন কেমন হওয়া উচিত সে বিষয়ে মতামত সংগ্রহ করে পেপারওয়ার্ক করেছি। অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চায় না, তাই আমাদের সংগঠন কখনোই লেজুড়বৃত্তিক রাজনীতি করবে না।”

তিনি আরও জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বটম-টু-টপ অ্যাপ্রোচের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। সংগঠনে বয়সসীমার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স ২৮ বছর নির্ধারণ করা হয়েছে এবং শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর সর্বোচ্চ ৭ বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন।
 

তথ্যসূত্রঃ https://youtu.be/moxKHHHo8Q4?si=u3eiuDm5zKKTd8ZO

মারিয়া

×