ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

বেনজিরের মতো ভাব নিয়ে যুদ্ধের ভয় পাচ্ছেন: ইলিয়াস

প্রকাশিত: ২২:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বেনজিরের মতো ভাব নিয়ে যুদ্ধের ভয় পাচ্ছেন: ইলিয়াস

ছবি: সংগৃহীত

কথা বলতেছেন বেনজীর এর মত ভাব নিয়ে অথচ ভয় পাচ্ছেন যুদ্ধের এমন কথা দিকে নিচের ফেসবুকে একটি পোস্ট করেছেন সাংবাদিক। 

নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে চিঠি লেখার মতো করে একটি পোস্ট শেয়ার করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। 

তিনি লিখেছেন, ভারত আমাদেরকে দখল করে নিতে পারে, এই ভয়ে কাপড় ভিজায়ে দেয়ার জন্যে সেনাবাহিনী না৷ এজন্যে ঢাকার অর্ধেক দখল করে আপনাদের থাকার জায়গা, সরকারি গাড়িতে আনলিমিটেড তেল দিয়ে বাসার কাঁচাবাজার, বাচ্চাদের স্কুলে নেয়া, শাশুরীর পার্লারে যাওয়া এগুলো দেয়া হয় নাই৷ বিডিআর হত্যার সুষ্ঠু তদন্ত করলে ভারতের দিক থেকে যদি কোন হুমকি থাকে তাহলে মানুষকে জানান৷ আমাদের শক্তি কতটুকু আমরা জানি। অতএব শক্তি সঞ্চারে কাজ শুরু করুন৷ চীন-পাকিস্তানের সাথে আরও সামরিক যোগাযোগ বাড়ান, তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দেন৷ যা যা প্রয়োজন করেন৷ 

তিনি আরো লিখেছেন, আপনারা সময় চাইলে সেটাও নেন কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিতে হবে৷ বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে, প্রয়োজনে আমাদেরকে ট্রেনিং দেন৷ পাবলিকলি ওয়াদা করছি, বেসামরিক নাগরিকদের ট্রেনিং দেয়ার ঘোষনা দিলে দেশে এসে ট্রেনিং নিবো ইনশাআল্লাহ্৷  

যুদ্ধের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, কথা বলতেছেন বেনজিরের মতো ভাব নিয়ে অথচ  ভয় পাচ্ছেন যুদ্ধের! এটা সেনাবাহিনীর কাজ না, যুদ্ধ করতে ভয় পেলে র্যাংক একটা জমা দিয়ে আনসারের ডিজি হন গিয়ে৷ 

শিলা ইসলাম

×