ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

বন্য হাতির পায়ের তলায় চাপা পড়ে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ২২:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বন্য হাতির পায়ের তলায় চাপা পড়ে কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে বন্য হাতির পায়ের তলায় চাপা পড়ে উসচিং মারমা (৪৫) নামে এক কৃষকের (কলা চাষী) মৃত্যু হয়েছে। নিহত উসচিং মারমা একই ইউনিয়নের কৃষক মৃত ক্যাও মারমার ছেলে।

রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার কাইতাক পাড়া এলাকায় খাবারের খোঁজে একদল বন্য হাতি লোকালয়ে হানা দেয়। তখন ওই কৃষক তার কলা বাগানে কাজ করছিলেন। বন্য হাতির দলও কলাগাছ খেতে গেলে তাদের পায়ের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গাইন্দ্যা ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন, “খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায়ই লোকালয়ে নেমে আসছে। বৃহস্পতিবার সকালে তারা কলা গাছ খেতে আসে এবং তখন উসচিং মারমা হাতির দলের সামনে পড়ে গেলে বন্য হাতি তাকে পা দিয়ে পিষ্ট করে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

রাকিব

×