ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতরা ১১ টি এবং ৪ টি পদে জামায়াত প্রার্থীরা জয়ী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২২:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতরা ১১ টি এবং ৪ টি পদে জামায়াত প্রার্থীরা জয়ী

ছ‌বি: সংগৃহীত

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের  ২০২৫-২৬ সালের নির্বাচনে বিএনপির সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থীরা ১১টি পদে নির্বাচিত হয়েছে এবং জামায়াত প্রার্থীরা চারটি পদে বিজয়ী হয়েছে। 

মোট ১৫টি পদের মধ্যে সাতটি পদে বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতিসহ আটটি পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষনা করা হয়। 

বৃহস্পতিবারের নির্বাচনে আটটি পদের মধ্যে সাধারন সম্পাদক সহ তিনটি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম প্রার্থীরা এবং সহ-সাধারণ সম্পাদকসহ চারটি পদে জামায়াত সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা দলগতভাবে কোন নির্বাচনে অংশগ্রহণ করে নাই।
 
বৃহস্পতিবারের নির্বাচনে সাতটি পদের মধ্যে সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মো. জসিম উদ্দিন মৃধা  ১৮১ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের মিয়া পান ১১৫ ভোট। এছাড়া সহ সভাপতি পদে জামায়াত সমর্থিত মতিউর রহমান নিজামী ২২৭ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত তারেক আইয়ুব খান ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে আইনজীবী ফোরাম মনোনীত অপর প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ পান ১৮৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে জামায়াত মনোনীত রেজাউল হোসাইন শামীম ১৬৯ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী  আলমগীর কবির ভূঁইয়া পান ১৪০ ভোট। সম্পাদক অডিট পদে জামায়াত মনোনীত মোঃ ছরোয়ার হোসেন ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত  শেখ মোহাম্মদ সেলিমুজ্জামান রুকু পান ১৩২ভোট। প্রচার প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউল করিম রেজা ১৪১ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির সদস্য মোসাদ্দেক আহম্মেদ পান ১০৬ ভোট। তথ্য প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ সম্পাদক পদে জামায়াত মনোনীত মিজানুর রহমান ২১৪ভোট পেয়ে নির্বাচিত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মো. রিয়াজউদ্দিন পান ১০০ভোট।

এছাড়া নির্বাচনের সভাপতি পদে খন্দকার লুৎফর রহমান পিলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সম্পাদক (অর্থ) আবু নাঈম জুয়েল, সম্পাদক (ক্রীড়া সংস্কৃতি ও আপ্যায়ন) হাবিবুর রহমান এবং কার্যনির্বাহী পরিষদ  সদস্য পদে রাকিবুল ইসলাম বিশ্বাস, মিজানুর রহমান, খসরুল আলম খসরু,মুরাদ আহসান ও গোলাম মনসুর নান্নুও বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হন।

বৃহস্পতিবার নির্বাচনে ৩৭০ ভোটারের মধ্যে ৩৫২ জন ভোট দেন সারাদিন ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দীনেশ চন্দ্র দাস ফলাফল ঘোষণা করেন। 

ইমরান

×