ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ছাত্রদের রাজনীতিতে বেশি অংশ নেওয়া উচিত: মান্না

প্রকাশিত: ২২:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রদের রাজনীতিতে বেশি অংশ নেওয়া উচিত: মান্না

ছবি: সংগৃহীত

ছাত্রদের রাজনীতিতে বেশি পরিমাণে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন মাহমুদুর রহমান মান্না। 

সম্প্রতি দেশের গণমাধ্যমের সামনে বক্তব্য রাখা কালীন এমন কথা বললেন তিনি।

তিনি বলেন, এখন এসেছে লেখাপড়ার সময়। কোন পথে গেলে গড় সংবিধান গণতন্ত্র সম্মত হবে, কোন প্রস্তাব গ্রহণ করলে, দেশকে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবে। 

তিনি আরো বলেন, এখন বুদ্ধিবৃত্তিক লেখাপড়ার রাজনীতি অনেক বেশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন ছাত্রদের বেশি পরিমাণে অংশগ্রহণ করা উচিত। 

ছাত্রদের লেখাপড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, লেখাপড়া নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত তো ছাত্ররাই। ছাত্রদের তো কোন দল নাই।

প্রধান উপদেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, ডক্টর ইউনুস বলেছেন সবাই যেটা সব মেনে নিবে আমি সেটাই গ্রহণ করব।

শিলা ইসলাম

×